এল সালভাদরে পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ লাশ উদ্ধার

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে পুঁতে রাখা ১০ নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে সাত নারী ও তিন শিশু রয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর চালচুআপায় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে একটি মামলার তদন্ত চালাতে গিয়ে এ লাশগুলো উদ্ধার হয়। খবর আলজাজিরার।

দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, ৫১ বছর বয়সি হুগো ওসোরিও চাভেজ ওসোরিও নামে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ ও ১৩টি খুনের মামলার তদন্ত চলছে।

এক নারী ও তার মেয়েকে হত্যার অভিযোগে গত শনিবার গ্রেফতার হন হুগো। পুলিশের কাছে এ হত্যার কথা তিনি স্বীকার করেছেন। ওই নারীর সাহায্য চেয়ে আকুতি জানালে এক প্রতিবেশী তা শুনতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে গিয়ে ৫৭ বছরের ওই নারী ও তার ২৬ বছরের মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মা-মেয়ের অবস্থা দেখে প্রাথমিকভাবে তাদের যৌন নির্যাতন করা হয়েছিল বলে পুলিশের সন্দেহ হয়। তদন্তের অংশ হিসেবে ওই ব্যক্তির নামে বিভিন্ন স্থানে থাকা সম্পদ তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত কর্মকর্তারা জানান, যৌন হয়রানির দায়ে ২০০৫ সালে হুগো চাকরি হারান ও পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করেন।

নিহতদের মধ্যে সাত বছরের এক মেয়েশিশু এবং ২ ও ৯ বছরের দুই ছেলেশিশু রয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে আরও সাতটি কবরে পাওয়া লাশের বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকার অন্তত ২৫ জন নিখোঁজ আছেন।

অ্যাটর্নি জেনারেলের অফিস টুইটারে জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজনকে দুই বছর আগে হত্যা করা হয়েছে। আট নারীসহ মোট ১৩ জনকে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আরও ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

Related Posts

™ Discoʋering Ancient Colossi: Andy Randell’s Expedition in Southeastern British ColuмƄia to Uncoʋer the Aммonite Titanite Titan ✓

In th𝚎 h𝚎𝚊𝚛t 𝚘𝚏 s𝚘𝚞th𝚎𝚊st𝚎𝚛n B𝚛itish C𝚘l𝚞м𝚋i𝚊, 𝚙𝚊l𝚎𝚘nt𝚘l𝚘𝚐ist An𝚍𝚢 R𝚊n𝚍𝚎ll 𝚎м𝚋𝚊𝚛k𝚎𝚍 𝚘n 𝚊 𝚛𝚎м𝚊𝚛k𝚊𝚋l𝚎 𝚎x𝚙𝚎𝚍iti𝚘n t𝚘 𝚞nc𝚘ʋ𝚎𝚛 th𝚎 Aмм𝚘nit𝚎 Tit𝚊nit𝚎 Tit𝚊n, 𝚊 𝚙𝚛𝚎hist𝚘𝚛ic 𝚐i𝚊nt th𝚊t h𝚊𝚍 𝚛𝚎м𝚊in𝚎𝚍…

Admire Ludacris’ $10M Ultimate Retreat in Bahamas Haven with 400 Sq. Ft. Bed!

  During his recent stay at the Ananda Estate in Eleuthera, Bahamas, Ludacris enjoyed the epitome of luxury. Should the confines of his lavish vacation home ever…

“Beautiful but scary”, Overwhelmed by nature’s intense moments

It’s amazing what mother nature can do! Mother nature created all things . Praise the mother nature who does wonders and miracles! Mother Nature can look so…

Iowa Woman Believed To Be The Oldest Person In The US Dies At 115

  Bessie Laurena Hendricks, center, celebrated her 115th birthday in November.   An Iowa woman who was believed to be the oldest person in the US died…

Clint Eastwood Has Revealed A Heartwrenching Story That He Kept Quiet For Over 60 Years

We all know and love movie star and director Clint Eastwood. With countless movie awards he has, for many years, been the symbol of masculinity for his…

A 103-Year-Old Nicknamed Julia ‘Hurricane’ Hawkins Just Revealed Herself As Wonder Woman’ In Real Life

At 103, Julia “Hurricane” Hawkins has cemented her title as the oldest woman to compete on an American track after finishing the 50- and 100-meter dashes at…